আজকাল ওয়েবডেস্ক: টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে এখবর। জানা গিয়েছে এই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।
এবিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে প্রাক্তন সাংসদ ও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজনৈতিক লড়াইয়ে না পেরে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে বিজেপি। এজন্য তারা তাদের শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে। কিন্তু তারা জানে না যে এভাবে তৃণমূলের প্রতিবাদি কন্ঠরোধ করা যাবে না।"
কুণালের অভিযোগের উত্তরে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "মানুষ এই ধরনের কথা শুনে শুনে ক্লান্ত। একসময় এই কুণাল ঘোষই বলেছিলেন মহুয়া মৈত্রর প্রশ্নের উত্তর মহুয়া মৈত্রই দেবেন। প্রতিহিংসা যদি মনে হয় তবে তার জন্য আদালতের দরজা খোলা।"
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবে। বিষয়টি নিয়ে তিনি লোকসভার স্পিকার ও লোকপালের কাছে চিঠি পাঠান। লোকসভার এথিক্স কমিটি থেকে মহুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং পরবর্তী সময়ে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে।