আজকাল ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী একজন মহাকাশচারী হতে পারেন? প্রশ্ন করা হয়েছিল নাসার প্রধান বিল নেলসনকে। জবাবে তিনি বলেন, মহাকাশে গিয়ে সবকিছু দেখা যেকোনও রাজনীতিবিদের কাছে অন্য অভিজ্ঞতা। মহাকাশ থেকে কোনও রাজনীতির সীমা থাকে না। কোনও ধর্ম থাকে না। নিজেকে পৃথিবীর এক বাসিন্দা বলে মনে হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, মহাকাশ বিজ্ঞানে ভারত এখন অনেক এগিয়েছে। তাই নাসা আগামীদিনে ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। আগামীদিনে চাঁদে একজন মহিলা মহাকাশচারীকে পাঠানোর কথা চিন্তাভাবনা করছে নাসা। সেই কাজে সহায়তার জন্য ভারতের সহায়তা লাগবে বলে জানালেন বিল নেলসন। ইসরোর সঙ্গে নাসা একসঙ্গে হয়ে বেশ কয়েকটি নতুন পরিকল্পনা করতে চলেছে। পরিবেশর পরিবর্তন সংক্রান্ত একটি স্যাটেলাইন ২০২৪ সালে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে। এই কাজে ইসরোর সঙ্গে নাসা একত্রিত হয়ে কাজ করবে বলে এদিন জানিয়ে দিলেন নাসার প্রধান বিল নেলসন।
