আজকাল ওয়েবডেস্ক: ভোট বাকি তেলেঙ্গানায়। বাকি ৪ রাজ্যে ভোট সম্পন্ন হয়েছে একে একে। ৩০ নভেম্বর নির্বাচন তেলেঙ্গানায়। কামারেড্ডিতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আচমকাই তাঁকে মাঝপথে থামিয়ে রাহুল গান্ধী বলে ওঠেন "বাই বাই কেসিআর।" স্বাভাবিক ভাবেই রাহুলের এই মন্তব্যে হাসির রোল ওঠে জনসভায়। কেসিআর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান। দীর্ঘকাল ধরেই তেলেঙ্গানার কুর্সিতে রয়েছেন তিনি। রাহুলের ওই মন্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি জনগণের উদ্দেশে বাই বাই বলার পরেই মাইকের দিকে এগিয়ে আসেন রাহুল এবং তিনি বলে ওঠেন, "বাই বাই কেসিআর।" বিজেপি এবং বিআরএস-এর সঙ্গে পাল্লা দিয়ে তেলেঙ্গানায় প্রচার চালাচ্ছে কংগ্রেস।