আজকাল ওয়েবডেস্ক: ফের তামিলনাড়ুর এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার সাত সকালে বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত ৪ জন। গুরুতর আহত আরও একজন।
সকালে বিস্ফোরণের বিকট শব্দ শুনেই দমকল ও পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ভেঙে পড়ে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাধিক রাসায়নিকের মিশ্রণের জেরে বিস্ফোরণ ঘটেছে।
এদিকে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
সকালে বিস্ফোরণের বিকট শব্দ শুনেই দমকল ও পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ভেঙে পড়ে। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাধিক রাসায়নিকের মিশ্রণের জেরে বিস্ফোরণ ঘটেছে।
এদিকে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
