আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির সকালে দিল্লির দূষণ চরম মাত্রায়। ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। বাতাসের গুণগত মান গত কয়েকদিন ধরেই অত্যন্ত খারাপ পর্যায়ে। বৃহস্পতিবার সকালে তা আরও উদ্বেগজনক। দীপাবলির সকালেই যা পরিস্থিতি, রাতে কী হবে তা ভেবেই দুশ্চিন্তায় প্রশাসন। 

 

আজ সকালে দিল্লির বাতাসের গুণগত মান ৩২৮। যা খুব খারাপ পর্যায়ে পড়ে। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ সূত্রে খবর, আজ সকালে আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৪১৯। আলিপুর, অশোর বিহার, আয়া নগর, বাওয়ানা, বুরাড়ী, দ্বারকা এবং বিমানবন্দর এলাকায় বাতাসের গুণগত মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সকালেই যদি এই পরিস্থিতি হয়, রাতের বেলায় বাতাসের গুণগত মান তাহলে কোথায় পৌঁছবে! যা ঘিরে আগেই উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। 

 

প্রতিবছর দীপাবলির সময় থেকে দূষণের মাত্রা বাড়তে থাকে দিল্লিতে। বিশেষত শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়। দূষণ মোকাবিলায় শব্দবাজি, আতশবাজি ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি প্রশাসন। ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র সবুজ বাজির বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ২০২৫ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। 

 

সবুজ বাজিতে নিষেধাজ্ঞা না থাকলেও, তা নিদিষ্ট সময় পর্যন্ত ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি ফাটানো যাবে।