আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁও হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কভার করতে গিয়ে নিগ্রহের শিকার হলেন বর্ষীয়ান সাংবাদিক রাকেশ শর্মা। দিনিক জাগরণ-এর এই রিপোর্টারকে বিজেপি কর্মী ও কয়েকজন বিধায়কের সামনে প্রকাশ্যে মারধর করা হয় বলে পিটিআই সূত্রে জানা গেছে। পরে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি নিয়ে প্রশ্ন তোলার পরই বিজেপি নেতাদের রোষের মুখে পড়েন রাকেশ শর্মা ও অন্যান্য সাংবাদিকরা। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারের হাতে থাকলেও, প্রশ্ন ওঠে পাহেলগাঁও হামলা ও কাঠুয়ায় জঙ্গিদের চলাচল কীভাবে সম্ভব হলো।

এই প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক দেবেন্দর মন্যলকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, ‘‘এই ঘটনা কি কেন্দ্র সরকারের ব্যর্থতা নয়?’’ তখনই বিজেপি নেতা হিমাংশু শর্মা সাংবাদিকদের ‘বিচ্ছিন্নতাবাদী ভাষায়’ কথা বলার অভিযোগ তোলেন।

সাংবাদিকদের অভিযোগ, হিমাংশু শর্মা বারবার প্রশ্নে বাধা দিচ্ছিলেন। তার প্রতিবাদে সাংবাদিকরা প্রতিবাদ বর্জনের সিদ্ধান্ত নিলে, রাকেশ শর্মার ওপর চড়াও হন বিজেপি কর্মী হিমাংশু শর্মা, রবিন্দর সিং, অশ্বিনী শর্মা, মনজিৎ সিং, টনি ও প্রবীণ চুনা।

এই মারধরের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আহত রাকেশ শর্মাকে স্থানীয় ডিএসপি রবিন্দর সিং উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার পর কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শোভিত সাক্সেনার কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর-এর দাবি জানান সাংবাদিকরা। একইসঙ্গে কাঠুয়া শহরের শহিদি চৌকে ও জম্মু প্রেস ক্লাবে প্রতিবাদে মুখর হন সংবাদকর্মীরা।

সাংবাদিকরা ঘোষণা করেছেন, যতদিন না বিজেপি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ততদিন তাঁরা দলটির কোনও কর্মসূচি কভার করবেন না।

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025