আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা ভোটে উত্তর প্রদেশে এনডিএ জোটের জন্য ৬ টি আসন ছেড়ে রাখল বিজেপি। অসমে তিনটি আসন এবং ঝাড়খণ্ডে একটি আসন ছেড়ে রাখছে বিজেপি। বিহার-মহারাষ্ট্রে আসনরফা নিয়ে এখনও কথা চলছে। বৃহস্পতিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি একটি বৈঠক করে। বৈঠক রাত সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে ভোর চারটে পর্যন্ত চলে। বৈঠকে যোগ দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকাই ছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। প্রসঙ্গত, উত্তর প্রদেশে আপনা দল এবং রাষ্ট্রীয় লোক দল দুটি আসনে লড়তে পারে। অন্যদিকে একটি করে আসনে লড়তে পারে নিশাদ পার্টি এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। অন্যদিকে অসম গন পরিষদ এবং উইনাইটেড পিপলস পার্টি লিবারেল লড়তে পারে একটি করে আসনে। ঝাড়খণ্ডে বিজেপি এনডিএ জোটের জন্য একটি আসন ছেড়েছে। সেখানে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস উইনিয়ন লড়তে পারে। হরিনায়া বিজেপি সূত্রে খবর, দল সেখানে ১০ টি আসনেই প্রার্থী দেবে। বিহারে জেডিইউ, এলজেপি-র সঙ্গে কথা বলার পরই সেখানে প্রার্থী ঘোষণা করবে বিজেপি।
