আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুতের বিল ৫২ লক্ষ। মাথায় হাত বিহারের মজফফরপুরের বাসিন্দার। হরিশঙ্কর মানিয়ারি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। এমনকি তাঁর বাড়িতে বিদ্যুতের কানেকশনও কেটে দিয়ে গিয়েছে বিদ্যুৎ দপ্তর। প্রতিমাসে যেখানে ৫০০ টাকা বিল আসে সেখানে ৫২ লক্ষ টাকার এই বিল দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। অসহায় হয়ে বিদ্যুৎ দপ্তরে নালিশ করেন তিনি। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কোথায় ভুল হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে হরিশঙ্করের বাড়িতে নতুন স্মার্ট মিটার বসানো হচ্ছে। হরিশঙ্করের বাড়িতে যাতে সঠিক বিদ্যুতের বিল যায় সেই বিষয়টি দেখা হচ্ছে।