আজকাল ওয়েবডেস্ক: রবিবার মুম্বইয়ে "ভারত জোড়ো ন্যায় যাত্রা"র সমাপ্তি। ১৪ জানুয়ারি মণিপুর থেকে যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আজ মুম্বইয়ে মেগা ব়্যালির মাধ্যমে তা শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর আজ থেকেই বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমে জোরকদমে প্রচার শুরু করবেন বিরোধী দলের নেতারা। সূত্রের খবর, মুম্বইয়েই রাহুলের ন্যায় যাত্রায় উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মুম্বইয়ে ন্যায় যাত্রায় হাজির থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, নেত্রী সোনিয়া গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অখিলেশ যাদব। কংগ্রেস সূত্রে খবর, মুম্বইয়ে এই মেগা সভায় তৃণমূলের তরফে উপস্থিত থাকতে পারেন ডেরেক ও’ব্রায়েন। তবে ব্যস্ততার কারণে হাজির হতে পারছেন না সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। নির্বাচনীর আগে বিরোধীরা কী বার্তা দেন, তার দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মুম্বইয়ে ন্যায় যাত্রায় হাজির থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, নেত্রী সোনিয়া গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অখিলেশ যাদব। কংগ্রেস সূত্রে খবর, মুম্বইয়ে এই মেগা সভায় তৃণমূলের তরফে উপস্থিত থাকতে পারেন ডেরেক ও’ব্রায়েন। তবে ব্যস্ততার কারণে হাজির হতে পারছেন না সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। নির্বাচনীর আগে বিরোধীরা কী বার্তা দেন, তার দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।
