আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে রাজ্যের বিধানসভায় পাশ হয়েছে ধর্ষন বিরোধী অপরাজিতা নারী ও শিশু বিল। সেই বিল এবার রাজ্যপালের সইয়ের পর গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।

 

 

বিধানসভায় পাশ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে বিলটি পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। রাজভবনের তরফে জানানো হয় বিলে টেকনিক্যাল ত্রুটি রয়েছে। সে কারণে সিভি আনন্দ বোস তাতে সই করতে পারছেন না। শুক্রবার সকাল থেকে সেই জটিলতা চলার পর ডেকে পাঠানো হয় মুখ্যসচিবকে। টেকনিক্যাল সেই জটিলতা সংক্রান্ত সমস্ত রিপোর্ট হাতে পেয়ে অপরাজিতা বিল রাজ্যপালের সম্মতিতে এবার গেল রাষ্ট্রপতি ভবনে।

 

 

দ্রৌপদী মুর্মু তাতে সই করলে বিলটি আইনে পরিণত হবে। রাজভবনের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই সংক্রান্ত এই পোস্ট করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। বিরোধীদের সম্মতি থাকায় পাশ হতে বেশি সময়ও লাগেনি। তখনই নিজের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে এই বিল খুবই গুরুত্বপূর্ণ।

 

 

রাজ্যপাল যাতে এই বিলে তাড়াতাড়ি সই করে দেন সেই কথাও জানিয়েছিলেন তিনি। সই না মিললে রাজভবনের সামনে ধর্নায় বসবেন সেই কথাও জানিয়েছিলেন। তবে, রাজভবনের তরফে বেশি দেরি হল না। এবার রাষ্ট্রপতির তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় তারই অপেক্ষায় গোটা দেশ।