আজকাল ওয়েবডেস্ক: আশাবাদী ছিলেন, আরও এক দফা মরুরাজ্যের মসনদে বসবেন তিনি। তবে রবিবার সকাল থেকেই একেবারে স্পষ্ট ছিল, গত বিধানসভার ফলাফলের পুনরাবৃত্তি এবার হচ্ছে না রাজস্থানে। কংগ্রেসের তরফ থেকে হার মেনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজনীতির অলিন্দে চর্চা, কিসের ভুলে রাজস্থান হাতছাড়া হাতের। কেউ মনে করছেন পাইলট গেহলট দ্বন্দ্বের কথা, কেউ মনে করছেন রাজস্থানের রাজনীতিতে কংগ্রেসের পথের কাঁটা হয়ে গিয়েছিলেন পাইলটই। এসব আলোচনার মাঝেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন সে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। জয় নিশ্চিত জেনে রাজস্থানে যখন বিজেপি আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত, তখন বর্ষীয়ান কংগ্রেস নেতা পৌঁছে গেলেন রাজভবনে। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তার আগেই রাজ্যে দলের হার স্বীকার করে তিনি বলেছিলেন, এই ফলাফল থেকে বোঝা যায়, দল নীতি, আইন, আদর্শ জনগণের কাছে পুরোপুরি পৌঁছে দিতে সফল হয়নি।
