আজকাল ওয়েবডেস্ক: পরপর আট বলে ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড। আর এমন  অভিনব রেকর্ড গড়েছেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরিও তাঁর। কথায় বলে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তাঁর এহেন রেকর্ড কবে ভাঙা হবে, তার উত্তর দেবে সময়। 

আকাশের এই মারমুখী ইনিংসে ভর করে ৬২৮ রান করেছে মেঘালয়। তাদের খেলা অরুণাচল প্রদেশের সঙ্গে। রানের পাহাড় গড়েছে মেঘালয়। অধিকাংশ ব্যাটার বড় রান পেয়েছে। ২০৪ রান করেন অর্পিত ভাটেওয়াড়া। 

মেঘালয়ের অধিনায়ক কিশান লিংডো করেন ১১৯ রান। রাহুল দালালও সেঞ্চুরি হাঁকান। এই ব্যাটারদের সৌজন্যে বড় রানের পথেই অগ্রসর হচ্ছিল মেঘালয়। আকাশের প্রলয়ে সেই রান ৬২৮ হয়ে যায়। 

আট নম্বরে ব্যাট করতে নেমে ঝড় বইয়ে দেন আকাশ।  প্রথম তিন বলে দুটি সিঙ্গল নিয়েছিলেন। অরুণাচলের স্পিনার লিমার ওভারে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান। পরের ওভারের দুটি বল গ্যালারিতে ফেলেন আকাশ। ১১ বলেই তিনি হাফ সেঞ্চুরি করেন। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম হাফসেঞ্চুরি। 
দ্রুততম পঞ্চাশ করার পরে আকাশ বলেন, রেকর্ডের কথা মাথায় রেখে খেলতে নামিনি। দলের তরফ থেকে জানানো হয়েছিল দ্রুত গতিতে রান তুলতে হবে। দ্রুত রান তোলার চেষ্টা করেছি। চা পানের বিরতির সময়ে বোর্ডের প্রতিনিধিরা জানান বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছি। শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন আকাশ।