মুখে ফুসকুড়ি উঠলেই অনেকে চট করে চন্দন বেটে সেটার প্রলেপ লাগিয়ে ফেলেন মুখে। বা এমনিও ভারতে রূপচর্চার জন্য চন্দনের ব্যবহার বহুল প্রচলিত। এর সুবাস যেমন মনকে ভাল রাখে, তেমনই গুণে সমৃদ্ধ। পুজোর কাজেও ব্যবহৃত হয় চন্দন। কিন্তু জানেন কি এটির সাহায্যে আপনি আপনার ভাগ্যের হালও ফেরাতে পারেন?
2
7
শাস্ত্র মতে, চন্দন অত্যন্ত শুভ। যে কোনও শুভ কাজে যাওয়ার আগে, ভাইয়ের মঙ্গল কামনা করেও চন্দনের ফোঁটা দেওয়ার চল আছে। এছাড়াও বেশ কিছু টোটকাও করতে পারেন অর্থ আকর্ষণ করতে এবং ভাগ্যের হাল ফেরাতে।
3
7
ব্যবসায় একেবারেই লক্ষ্মীলাভ হচ্ছে না? বা যে লাভ হচ্ছে তাতে আপনি সন্তুষ্ট নন? তাহলে গঙ্গাজলে এক চিমটে হলুদ গুঁড়ো এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে সেটা ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন। ফল নিজেই দেখতে পাবেন।
4
7
দাম্পত্য জীবন থেকে অশান্তি দূর করতে চাইলে একটা ছোট চন্দনকাঠের টুকরো গঙ্গার জলে ধুয়ে নিন। তারপর এক টুকরো ফটকিরির সঙ্গে সুতো দিয়ে বেঁধে কোমরে পরুন। স্বামী স্ত্রীর বন্ধন দৃঢ় হবে, সংসারে আসবে সুখ।
5
7
আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে চাইলে এক টুকরো চন্দন লাল কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। একই সঙ্গে পাঠ করুন কনকধারা স্তোত্র। এতেই অর্থকষ্ট দূর হবে, আসবে ধনলাভের সম্ভাবনা।
6
7
বারংবার কাজে বাধা প্রাপ্তি হচ্ছে? এক টুকরো লাল চন্দন নিয়ে দেবী কালীকে অর্পণ করুন। কোনও মন্দিরের কালী ঠাকুরের পায়ের কাছে এই চন্দনের টুকরো রাখতে ভাল। পরদিন সেই টুকরো নিয়ে এসে বাড়ির ঠাকুরের সিংহাসনে রেখে দিন। দূর হবে বাধা, বিপত্তি।
7
7
যে কোনও শুভ কাজে যাওয়ার আগে কপালে চন্দনের ফোঁটা লাগান। সফলতাকে আকর্ষণ করে এটি। কুষ্ঠিতে বৃহস্পতির স্থানকে উন্নত করতে চান? প্রতি বৃহস্পতিবার সকাল স্নানের পর কপালে চন্দনের ফোঁটা লাগান। এতে মনও শান্ত হয়।