বর্তমান সময়ে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চার পাশাপাশি জনপ্রিয়তা লাভ করেছে সংখ্যাতত্ত্ব, ট্যারো, ইত্যাদি। আর এই সংখ্যাতত্ত্বের বিচারে যাঁদের জন্ম সংখ্যা ৮ তাঁদের জীবনে প্রচুর লড়াই করতে হয়। লড়াই করে প্রতিষ্ঠা পান।
2
7
শনি এঁদের অধিপতি হন। ফলে, এঁদের সঙ্গে সবার ঠিক পটে না। ন্যায়পরায়ণ ব্যক্তি হন এই সংখ্যার জাতকেরা। ৮ জন্ম সংখ্যা যাঁদের অর্থাৎ যাঁদের জন্মদিন ৮, ১৭ বা ২৬ তাঁদের চারপাশের বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি থাকে। ফলে সঙ্গী বাছার আগে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। জেনে নিন কারা পারফেক্ট ম্যাচ বা ভাল বন্ধু হতে পারেন ৮ সংখ্যার জাতকদের।
3
7
৮ জন্ম সংখ্যার জাতকদের ভাল সঙ্গী হতে পারেন ৪ জন্ম সংখ্যার জাতকেরা। অর্থাৎ যাঁদের জন্ম কোনও মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে। এই দুই জন্ম সংখ্যার জাতকেরা যদি সঙ্গী হন তবে ব্যবসা হোক বা বন্ধু, প্রেম, জীবন চলবে মাখনের মতো। পার্টনারশিপ দারুণ জমবে। দু'জন মিলে যা করবেন তাতেই সাফল্য পাবেন। যদিও প্রেম বা দাম্পত্য জীবনে দুজনেই অল্প বিস্তর কম্প্রোমাইজ করতে বা মানিয়ে গুছিয়ে নিতে হবে।
4
7
কেবল ৪ নয়, ৮ জন্ম সংখ্যার জাতকদের জন্য ভাল ম্যাচ, বা বলা ভাল পারফেক্ট ম্যাচ হতে পারে ৬ জন্ম সংখ্যার জাতকেরা। অর্থাৎ যাঁদের জন্ম কোনও মাসের ৬, ১৫ অথবা ২৪ তারিখে। ৬ জন্ম সংখ্যার জাতকদের সঙ্গে ৮ জন্ম সংখ্যার জাতকদের ভাবনা চিন্তার দারুণ মিল থাকে। তাই এরা সঙ্গী হলে জীবনে কোনও সমস্যা থাকবে না।
5
7
কাদের থেকে সামলে থাকবেন ৮ জন্ম সংখ্যার জাতকেরা? ওই যে আগেই বলা হল, এঁদের বন্ধুর থেকে শত্রই বেশি। ফলে ৪ এবং ৬ জন্ম সংখ্যার জাতকদের বাদ দিয়ে বাকি সকলের সঙ্গেই এঁদের একদম মিলমিশ হয় না।
6
7
বিশেষ করে ১ জন্ম সংখ্যা এবং ৮ জন্ম সংখ্যার জাতকদের বন্ধুত্ব হয় না। এঁরা দুজনেই একগুঁয়ে হয়। ২ সংখ্যার কেউ সঙ্গী হলে সঠিক ব্যালেন্স প্রয়োজন, নইলেই বিপত্তি। অন্যদিকে ৩ এবং ৮ এর ক্ষেত্রে দুটোই হতে পারে, হয় দারুণ ইতিবাচক হতে পারে তাঁদের সম্পর্ক। নইলে একদমই খারাপ।
7
7
৫ জন্ম সংখ্যার জাতকদের সঙ্গে বন্ধুত্ব বা ব্যবসা করা গেলেও, ৮ জন্ম সংখ্যার জাতকদের কখনই এঁদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। ৭ এর সঙ্গে ৮ এর জীবনদর্শন, ভাবনা একেবারেই মেলে না। ফলে সম্পর্ক মজবুত হয় না। আর ৯ এবং ৮ একদমই বিপরীত একে অন্যের। ফলে খুব মানিয়ে না নিলে থাকা সম্ভব নয়।