আজকাল ওয়েবডেস্ক : ৫ রাজ্যেই সরকার গড়বে কংগ্রেস। দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, প্রতিটি রাজ্যেই কংগ্রেস সরকার তৈরি করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশ মেনেই কংগ্রেস এগিয়ে যাবে। প্রতিশ্রুতি দেওয়া এবং তাকে রক্ষা করাই দলের প্রতিটি কর্মীর একমাত্র টার্গেট। তাই প্রতিটি রাজ্যেই কংগ্রেস সরকার গড়বে। কংগ্রেস যা বলে তা করে দেখায়। বিজেপি শুধু ফাঁকা আওয়াজ করে। ৫ রাজ্যে সরকার গঠনের পর এখানকার উন্নতির ধারা আরও বৃদ্ধি পাবে। বিআরএসকে কটাক্ষ করে গেহলট বলেন, তেলেঙ্গানায় বিজেপি এবং বিআরএস একসঙ্গে কাজ করছে। তাই তেলেঙ্গানায় কংগ্রেস যদি আসে তবে উন্নতির জোয়ার আসবে। বিজেপিকে কটাক্ষ করে গেহলট বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ঘোড়া কেনাবেচার খেলায় নামবে। তাই এবিষয়ে এখন থেকেই সতর্ক হতে হবে। এমনিতেই সিবিআই, ইডিকে নিজেদের কাছে ব্যবহার করছে বিজেপি। প্রতিটি বিরোধী দলকে কায়দা করতে বিজেপি এই পন্থা অবলম্বন করেছে। তবে ভোটের ফল ঘোষণার পর বিজেপি উপযুক্ত শিক্ষা পাবে বলেও এদিন জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ৩০ নভেম্বর। ফল ৩ ডিসেম্বর।