আজকাল ওয়েবডেস্ক : দিল্লির দূষণ গোটা দেশের অন্য রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবার কৃত্রিম বৃষ্টির ওপর জোর দিলেন। তিনি মুম্বইয়ের বিভিন্ন অংশে ঘুরে দেখেন। দুবাইয়ের একটি প্রতিষ্ঠানকে তিনি এবিষয়ে দায়িত্ব দিয়েছেন। তাদের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে মুম্বইয়ের বায়ু দূষণকে রোখার চেষ্টা করা হবে, জানালেন শিন্ডে। এদিন তার সঙ্গে ছিলেন মুম্বইয়ের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসাররা। বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে যেখানে দূষণের পরিমান বেশি। এগুলির মধ্যে প্রধান হিসাবে রয়েছে পেদ্দার রোড, বান্দ্রা, কালানগর, মিলন সাবওয়ে, জুহু এবং সান্তাক্রুজ। ইতিমধ্যেই পুরসভাকে ১ হাজার টি জলের গাড়ি কেনার কথা জানিয়েছেন শিন্ডে। এগুলি দিয়ে আপাতত নিয়মিতভাবে রাস্তাঘাট পরিস্কারের কাজ করা হবে। সকালের দিকে যদি প্রতিটি রাস্তাকে জল দিয়ে পরিস্কার করা যায় তবে ধুলোর পরিমান অনেকটাই কমবে ফলে দুষণের পরিমানও কমবে। এই কাজে প্রয়োজনে আরও লোক নিযুক্ত করার কথাও রয়েছে বলে জানান একনাথ শিন্ডে।এই কাজে যাতে কোনও ধরনের ফাঁকি না হয় সেদিকে নজর রাখতে একজন কমিশনারকেও নিযুক্ত করা হবে বলেও জানা গিয়েছে।
