আজকাল ওয়েবডেস্ক: ভারতের সীমান্ত এলাকায় পাকিস্তানের ড্রোন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি এলাকার সীমান্তে। সেনা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ভারতের দিকে উড়ে আসে একটি ড্রোন।

সোমবার রাতেই ভারতের সীমান্ত এলাকা পার কর ড্রোনটি। ভারতীয় সেনাবাহিনী ড্রোনটিকে দেখামাত্র সেটিকে গুলি করেন। তবে ড্রোনটির কোনও ক্ষতি হয়নি।


মাটি থেকে ১ হাজার উচ্চতায় উড়ছিল ড্রোনটি। সোমবার রাত ৯ টা ১৫ নাগাদ ড্রোনটিকে দেখা যায়। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ মিনিটের মধ্যে ৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে ভারতীয় সেনার হাত থেকে ড্রোনটি পালিয়ে যেতে সক্ষম হয়।


প্রায় আধঘন্টা পর ফের একটি পাকিস্তানের ড্রোন ভারতীয় সীমান্তে দেখা যায়। ফের ২ রাউন্ড গুলি চালায় ভারতীয় সেনা। এরপর সেই ড্রোনটিও পালিয়ে যায় পাকিস্তান সীমান্তের দিকে।


মঙ্গলবার সকালে দিনের আলো ফুটতে না ফুটতেই আশেপাশের সমস্ত গ্রামে তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ। পাকিস্তানের ড্রোনটি ভারতের মাটিতে কোনও অস্ত্র বা মাদক ফেলে দিয়েছে কিনা তা জানতেই এই অভিযান চলে।


জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই ৩ লক্ষ টাকা নগদ পুরষ্কার ঘোষণা করেছে। যারা ড্রোন থেকে ফেলে দেওয়া অস্ত্র বা মাদকের সন্ধান দিতে পারবেন তাঁদেরকে এই পুরষ্কার দেওয়া হবে বলেই জানানো হয়েছে।