আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য হিংসা ও যৌতুক মৃত্যুর অভিযোগে অভিযুক্ত এক সেনা কর্মকর্তার জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভূইয়া ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানায়, এই ধরনের গুরুতর অপরাধে আত্মসমর্পণ থেকে অব্যাহতি দেওয়া যায় না। অভিযুক্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। হাইকোর্ট তার সাজা মঞ্জুর করে ১০ বছরের কারাদণ্ড দেয়, যদিও আগে তিনি তিন বছর কারাভোগ করেছিলেন।
আদালত পর্যবেক্ষণে জানায়, একজন সেনা কর্মকর্তা হওয়া মানেই যে তিনি নির্দোষ তা নয়—বরং এতে প্রমাণ হয় যে, তিনি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার শারীরিক সামর্থ্য রাখেন। সেনার হয়ে সওয়াল করতে গিয়ে তার 'অপারেশন সিঁদুর'-এ অংশগ্রহণের কথা তুলে ধরলে শীর্ষ আদালত স্পষ্ট জানায়—দেশসেবার ইতিহাস থাকলেও, তা গার্হস্থ্য নির্যাতনের দায় থেকে রেহাই দিতে পারে না।
পাঞ্জাবের একটি আদালত ইতিমধ্যে তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪বি ধারায় দোষী সাব্যস্ত করেছে। রাজ্যের বিরুদ্ধে নোটিশ জারি করলেও সুপ্রিম কোর্ট আপাতত তাকে কোনও রকম স্বস্তি দেয়নি।
