আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন ভারতের কারিগর বলে অভিহিত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুদিনের সফরে বারাণসীতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে যোগী লেখেন, উত্তরপ্রদেশের ২৫ কোটি মানুষ তাদের মন থেকে শুভেচ্ছা জানাচ্ছে নতুন ভারতের কারিগর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দুদিনের এই সফরে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তার মধ্যে উল্লেখ্য হল কন্যাকুমারী-বারাণসী-তামিল সঙ্গম ট্রেন পরিষেবা চালু করা, এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠান। বেশ কয়েকটি নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণাও করবেন প্রধানমন্ত্রী। এদিন যোগী আদিত্যনাথ আরও বলেন, যেভাবে গোটা দেশজুড়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে আগামীদিনে ভারত বিশ্বের দরবার এক উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে।