আজকাল ওয়েবডেস্ক: গরু পাচার মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায়ে জামিন পেলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তবে এখনই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। শুধুমাত্র সিবিআইয়ের করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। ইডির মামলায় এখনও জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। মঙ্গলবার অনুব্রতর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।



সিবিআইয়ের করা মামলায় এর আগে বেশ কয়েকবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। কিন্তু তাঁর জামিন মঞ্জুর হয়নি। সিবিআইয়ের গ্রেপ্তারির পর অনুব্রতর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। তারপরই অনুব্রতকে গ্রেপ্তার করে স্বতপ্রণোদিত মামলা দায়ের করে ইডি। ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানিও খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বেশ কয়েকবার জামিনের বিরোধিতা করেন।




কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূম থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালতের শুনানিতে তাঁকে আসানসোল সংশোধনাগারে বন্দি করা হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। সেখানে থাকাকালীন আর্থিক তছরূপের ঘটনায় মামলা দায়ের করে ইডি। এবার সিবিআইয়ের মামলায় জামিন হলেও ইডির দায়ের করা মামলায় কী সিদ্ধান্ত নেয় আদালত সেটাই দেখার।