আজকাল ওয়েবডেস্ক: কিছু খেলেই মোটা হওয়ার ভয়, আতঙ্ক ছিল। তাই খাবারের দিকে থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। শুধু গরম জল খেতেন তরুণী। রোগা হতেই গিয়েই মর্মান্তিক পরিণতি হল তাঁর। টানা ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত তরুণীর নাম, শ্রীনন্দা। তিনি কেরলের থালাসেরির বাসিন্দা ছিলেন। অনলাইন ডায়েট চার্ট অনুসরণ করে রোগা হতে চাইতেন তিনি‌। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রীনন্দা টানা ছ'মাস কোনো খাবার খাননি। শুধু গরম জল খেতেন। তাঁর ভয় ছিল, কিছু খেলেই তিনি মোটা হয়ে যাবেন। তাই জল ছাড়া আর কিছুই খেতেন না। শুধু জল খেয়ে ওজন কমাতে চেয়েছিলেন। 

মৃত্যুর আগে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীনন্দা। ভেন্টিলেশনে রাখার পরেও, তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণী অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগে ভুগছিলেন। এই রোগে খাবারের প্রতি অনীহা থাকে। খিদেও নষ্ট হয়ে যায়। শ্রীনন্দার রক্তচাপ, সুগার লেভেল, সোডিয়াম লেভেল অত্যধিক কমে গিয়েছিল। শেষ পর্যায়ে ২৪ কেজি ওজন ছিল তাঁর। 

তরুণীর মৃত্যুর পর চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। চিকিৎসকরা জানিয়েছেন, শুধু জল খেয়ে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত থাকা যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া, ৭২ ঘণ্টার বেশি শুধু জল খেয়ে থাকলে, শারীরিক অবস্থার অবনতি হতে পারে।‌ ডিহাইড্রেশন থেকে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।