আজকাল ওয়েবডেস্ক: এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করল করুর জেলার ভেল্লিয়ানাই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্র, ৮ বছর বয়সী সাই ধানবিশ। ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের সমস্ত জমানো অর্থ দান করল সে।

ছোট্ট ধানবিশ তার বাবা-মা সতীশ কুমার ও পবিত্রার সঙ্গে করুর জেলা কালেক্টরের দপ্তরে গিয়ে একটি পীত রঙের, জলের ট্যাংক-আকৃতির মিনি ব্যাঙ্ক জমা দেয়। সারা বছর ধরে আত্মীয়স্বজনদের থেকে পাওয়া উপহার ও পকেটমানি জমানো হয়েছিল ওই বাক্সে।

ধানবিশ জানিয়েছে, “আমি সবসময় যাদের প্রয়োজন, তাদের সাহায্য করি।” এর আগেও ওয়ানাডে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠিয়েছিল এবং নিয়মিতভাবে মন্দিরে বৃদ্ধদের খাবার ও পোশাক বিতরণ করে থাকে।

তার জন্মদিন, ২৯ জুন, প্রতিবছর সে পালন করে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করে।

ধানবিশের এই মানবিক উদ্যোগ এসেছে এমন এক সময়ে, যখন ৭ মে ভারত 'অপারেশন সিঁদুর' শুরু করেছে — পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে পালটা আঘাত।

ধানবিশের এই অনন্য দান দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এই কিশোরের মানবিকতার প্রতীক আজ সকলের কাছেই এক মস্ত বড় অনুপ্রেরণা।