আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে খবর। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই সকলে মনে করছিলেন কতজন যাত্রী বেঁচে রয়েছে। তবে এনডিটিভি সূত্রে খবর বিমানের সকল যাত্রীরাই মারা গিয়েছেন। তাদের কেউ আর বেঁচে নেই। অর্থাৎ বিমানের মোট ২৪২ জন যাত্রী মারা গিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে।
বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সকলেই মারা গিয়েছেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে।
লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকারও। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।
ডিজিসিএর তরফে জানানো হয়েছে, টেকঅফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। সমস্ত উড়ান পরিষেবা আপাতত স্থগিত।
দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।
দুর্ঘটনার কারণ এখনও কিছু জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার মুখপাত্র সংস্থার এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট এআই১৭১, আজ ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন। দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন।
