আজকাল ওয়েবডেস্ক: আগস্টের তুমুল বৃষ্টিতে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থাকল দেশ। কোথাও হড়পা বান, কোথাও বা ভূমিধস, কোথাও আবার ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৃত্যুমিছিল জারিই। আগস্টের পর সেপ্টেম্বরের আবহাওয়া কেমন থাকবে? বর্ষার বৃষ্টিতে আবারও ছারখার হবে দেশ? কী বলছে হাওয়া অফিস? 

 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগস্টের মতোই সেপ্টেম্বরেও দেশের অধিকাংশ রাজ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লা নিনার প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনাই বেশি। ফলে হড়পা বান, বন্যা, ভূমিধসের ঘটনা থেকে সেপ্টেম্বরেও নিস্তার পাওয়া যাবে না। তবে উত্তর পূর্ব, উত্তরের রাজ্যগুলিতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। এই অংশের রাজ্যগুলিতে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। 

 

মৌসম ভবন আরও জানিয়েছে, বৃষ্টিতে ছারখার হলেও সেপ্টেম্বরে রোদে পুড়বে গোটা দেশ। তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা। সাধারণত সেপ্টেম্বরে যা তাপমাত্রা থাকে, চলতি বছরে তার থেকে বেশি তাপমাত্রা থাকবে। উত্তর, উত্তর পূর্বের রাজ্যে অতিরিক্ত বেশি তাপমাত্রা থাকবে না। ফলে রোদ-বৃষ্টিতে আবারও নাজেহাল দশা হবে দেশবাসীর।