আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ৷ বছর ২৫ এর এক যুবতী তাঁর দুই শিশুকে বিষ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার হন৷ তাঁর দুই সন্তান তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ভেবেই এই অমানবিক পদক্ষেপ। ঘটনার জেরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এহেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য চারিদিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবতীর নাম মুসকান। তাঁর প্রেমিক জুনায়েদ। সম্পর্কে মুসকানের দেওর। তাঁর বর্তমান স্বামীর তুতো ভাই। ঘটনাটি ২০ জুন উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় ঘটে৷ এক ২৫ বছর বয়সী যুবতীকে তাঁর ১ এবং ৫ বছর বয়সী দুই শিশুকে বিষ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তিনি এই সন্তানদের তাঁর প্রেমিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে দেখছিলেন। শিশুদের চা এবং বিস্কুটে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছিলেন। পরে সেটি শিশুদের হাতে তুলে দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রুরকালি গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুদের বাবা মুসকানের বর্তমান স্বামী কাজের জন্য চণ্ডীগড়ের বাইরে ছিলেন সেই সময়। শিশুরা জ্ঞান হারিয়ে ফেলার পর মুসকান প্রতিবেশীদের কাছে যান৷ তাঁর অস্পষ্ট বক্তব্যে সন্দেহ করে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর শিশুদের দ্রুত নিকটবর্তী একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।
মুসকানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে তিনি অপরাধের কথা স্বীকার করেন। মুসকান জানান তাঁর নতুন জীবন শুরু করার পরিকল্পনার পথে বাধা ছিল দুই শিশু। পুলিশের সূত্রে, মুসকান ও তাঁর প্রেমিক জুনায়েদ দুজন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। জুনায়েদই স্থানীয় একটি ফার্মেসি থেকে বিষটি কিনেছিলেন। ঘটনার জেরে ভোপা থানায় মুসকান এবং জুনায়েদের বিরুদ্ধে বিএনএস ধারা ১০৩ (হত্যা) এবং ১২৩ (বিষ প্রয়োগে আঘাত করা) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়। মুসকান হেফাজতে থাকলেও জুনায়েদ বর্তমানে পলাতক।
