আজকাল ওয়েবডেস্ক: জঙ্গি হামলয় নিহত ৫ জওয়ান। আহত আরও ৩ জওয়ান।  বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে জম্মু ও কাশ্মীরের রাজৌরি অঞ্চলের পুঞ্চ জেলার দেরা কি গালির মধ্য দিয়ে যাওয়ার সময়  সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদী দল। সেনা-গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জওয়ান। জানা গিয়েছে, সেনাবাহিনী বুধবার রাত থেকেই ওই অঞ্চল এবং তার আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযান চলছে ৪৮টি রাষ্ট্রীয় রাইফেলস এলাকায়। উল্লেখ্য, জঙ্গি হামলার পর জওয়ানরাও পাল্টা জবাব দেয়। গত মাসেও রাজৌরির কালাকোটে সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অভিযান চলার সময় ক্যাপ্টেন সহ ৫ সৈন্য নিহত হয়েছিলেন। পুঞ্চ জেলায় গত এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসবাদীদের দ্বিতীয় হামলা এটি।