আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে। যাত্রীবাহী গাড়ি ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত গাড়ির ৫ যাত্রী। আহত আরও ২ জন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায়। গাড়িটির যাত্রীরা কর্ণাটকের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। রাতে একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ছে পুলিশ।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।