আজকাল ওয়েবডেস্ক: সংসদের কার্যক্রম ব্যাহত করার কারণ দেখিয়ে রাজ্যসভার ৪৫ সাংসদকে সোমবার সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এর মধ্যে রয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপাল। ৪৫ জনের মধ্যে ৩৪ জনকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রিভিলেজ
কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেনশনের আওতায় থাকবেন বাকি ১১ জন সাংসদ।

সংসদে গ্যাস হানা নিয়ে এদিন কংগ্রেসের নেতৃত্বে রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন সাংসদরা। এর কারণে তিনবার স্থগিত রাখা হয় রাজ্যসভার কার্যবিবরণী। লোকসভায় সাংসদদের সাসপেনশনের ঘন্টাখানেকের মধ্যেই এই ঘটনা ঘটে রাজ্যসভায়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, সদস্যদের সংসদের নিয়ম অনুযায়ী আচরণ করা উচিত। যাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ন না হয়।"