আজকাল ওয়েবডেস্ক: পেটের তাগিদে কয়লা খনির কাজ করেন। খনিতে নেমে ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছে আগেও। এবার ফের একই ঘটনা। বেআইনি কয়লা খনিতে খননকার্যে নেমে প্রাণ গেল তিন শ্রমিকের। তিনজনের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। 

ঘটনাস্থল গুজরাতের সুরেন্দ্রনগর। স্থানীয় পুলিশ আধিকারিক ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, থানাগড় তালুকের ভেট গ্রামের কাছে একটি খনিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিন শ্রমিক কয়লা খননের কাজে খনিতে নেমেছিলেন। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। জানা গিয়েছে, তিনজনের নাম লক্ষ্মণ দাভী, খোদাভাই মাকওয়ানা এবং ভিরাম কেরালিয়া। ঘটনায় অপরাধমূলক হত্যাকাণ্ডের মামলা দায়ের হয়েছে জশাভাই কেরালিয়া, খিমজিভাই সারাদিয়া, জনক আনিয়ারিয়া এবং কল্পের পারমারের, অর্থাৎ ৪ জনের বিরুদ্ধে। 

উল্লেখ্য, জানা গিয়েছে, খনিতে নাম ওই তিন শ্রমিকের সঙ্গে হেলমেট ছিল না, ছিল না মাস্কসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম। ময়নাতদন্তের জন্য তিনজনের দেহ পাঠানো হয়েছে হাসপাতালে।