আজকাল ওয়েবডেস্ক: এক মহিলার দুই স্বামী, গলায় দু'টি মঙ্গলসূত্র! ছবি-সহ সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এমনই চমকপ্রদ তথ্য! দেওরিয়ার এক মহিলার কাহিনি নিয়ে তুঙ্গে আলোচনা।
ভারতের বিবাহ প্রথা অনুযায়ী বিয়েকে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, বিয়ে সাত জন্মের বন্ধন। একজন ব্যক্তি আইনত একবারই বিয়ে করতে পারেন। কিন্তু দেওরিয়ার এই মহিলা এই নিয়ম কার্যত চ্যালেঞ্জ জানিয়ে একসঙ্গে দু'বার বিয়ে করেছেন এবং দুই স্বামীর সঙ্গে একই বাড়িতে বসবাস করেন।
এই মহিলা দু'টি মঙ্গলসূত্র পরেন। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলার দুই পাশে দুই পুরুষ। মহিলার কপালে সিঁদুর। তিনি জানান, এই দুই পুরুষ তাঁর দুই স্বামী এবং তিনি তাদের সঙ্গেই একই বাড়িতে থাকেন। দু'টি মঙ্গলসূত্রে খোদাই করা আছে দুই স্বামীর নাম। এমনই দাবি ওই মহিলার।
