আজকাল ওয়েবডেস্ক: খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ২ হাজার জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নন্দেদ জেলায়। জানা গিয়েছে গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রসাদ বিতরণ করা হয়। তবে প্রসাদ খাওয়ার পরই সকলেই অসুস্থ বোধ করেন। তাঁদের বমি এবং পেটের সমস্যা দেখা দিতে শুরু করে। জেলা হাসপাতালে তখনি ১৫০ জনকে ভর্তি করা হয়। তবে ধীরে ধীরে এই সমস্যা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারি হাসপাতালে আরও ৮৭০ জনকে ভর্তি করা হয়। পরে আরও বহু মানুষকে স্থানীয় একটি হোমিওপ্যাথি হাসপাতালে ভর্তি করা হয়। কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।
