আজকাল ওয়েবডেস্ক: বর্ষার বৃষ্টিতে ছারখার হিমাচল প্রদেশ। একনাগাড়ে বৃষ্টিতে কোথাও হড়পা বান, ভূমিধস, কোথাও বন্যা, কোথাও আবার ভেঙে পড়েছে বাড়ি। চলতি বছরেও বর্ষার বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে মৃত্যুমিছিল। ২৭ জুন থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন বাসিন্দা। আহত বহু। জলের তোড়ে ভেসে, ধসে চাপা পড়েই অধিকাংশের মৃত্যু হয়েছে।
হিমাচল প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, জুন মাস থেকে আগস্টের শেষ পর্যন্ত গোটা রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১,২৬৫ কোটি টাকা। চলতি সপ্তাহেও বৃষ্টির কারণে ধস নামায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে। বর্তমানে হিমাচল জুড়ে ৪০টি রাস্তা বন্ধ। যার মধ্যে সিমলায় পাঁচটি, মান্ডিতে ১২টি, কুলুতে নয়টি। তাছাড়াও রাজ্যের একাধিক জল ও বিদ্যুৎ প্রকল্পের ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট জারি রয়েছে।
স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত হিমাচল প্রদেশের অধিকাংশ জেলাতেই মাঝারি বৃষ্টি হয়েছে। শনিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সিমলা, মান্ডি এবং সিরমৌরে আবারও হড়পা বানের আশঙ্কা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচল প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
