আজকাল ওয়েবডেস্ক: বুধবারের হুলস্থুল পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার শুরু হয় সংসদের কার্যক্রম। দিনের শুরুতেই রাজ্যসভায় সাসপেন্ড করা হয় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও" ব্রায়েনকে। বেলা গড়াতে জানা গেল, লোকসভার ৫ কংগ্রেস সাংসদক সহ আরও ১৫ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। অসংসদীয় আচরণ এবং হাউসের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেসের টি এন পার্থপন, ডি কুরিয়াকোস, জ্যোতি মণি, রামিয়া হরিদাস এবং হিডি ইডেনকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তালিকায় নাম রয়েছে ডিএমকে সাংসদ কানিমোঝির। তাঁদের অধিবেশনের বাকি সব দিনের জন্যই সাসপেন্ড করা হয়েছে। বুধাবারের পর থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। নতুন লোকসভায় কয়েক মাসের মধ্যেই হামলার ঘটনায় সংসদ এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এই ঘটনায় সরকারে বিবৃতি দাবি করেছে। বুধবারেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দাবি করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। স্মোক ক্যানকাণ্ড এবং সংসদে হামলার জেরে বৃহস্পতিবারেও দফায় দফায় উত্তপ্ত হয় সংসদের দুই কক্ষ।
