আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা কর্ণাটকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ফলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে ১১ জন। আহত হয়েছেন আরও ১২ জন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায়। পুলিশ জানিয়েছে, সাভানুর থেকে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তাতে ফলবোঝাই করা ছিল। কয়েকজন বিক্রেতাও ছিলেন। একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা। চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৬৩ নম্বর জাতীয় সড়কে। ট্রাকটিতে ৩০ জন ছিলেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ট্রাক চালক। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার ধারে কোনও গার্ডওয়াল না থাকায়, ট্রাকটি ৫০ মিটার গভীর খাদে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ১২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।
