আজকাল ওয়েবডেস্ক: লিভার সিরোসিস বা লিভার ফাইব্রোসিসের বিরুদ্ধে লড়াইয়ে এক বড় সাফল্য এনে দিল ব্রিটেনের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা দুটি নতুন ওষুধ, DR-3 এবং FDR2, আবিষ্কার করেছেন যা লিভার সিরোসিসের গঠনমূলক ক্ষয়প্রক্রিয়াকে উল্টে দিতে পারে—এমনই দাবি তাঁদের। এই গবেষণার ফলে নতুন আশার আলো দেখছেন চিকিৎসকরা ও রোগীরা, বিশেষ করে যারা রোগের শেষ পর্যায়ে পৌঁছেছেন।
এই ওষুধদুটি মানবদেহে একটি গুরুত্বপূর্ণ এনজাইম HDAC6-এর কাজকে দমন করে। এই এনজাইমটি লিভারে প্রদাহ ও আঁশযুক্ত কোষ (fibrotic scar) গঠনে মূল ভূমিকা পালন করে। গবেষণাগারে ও মানুষের লিভারের ex vivo নমুনার উপর পরীক্ষায় দেখা গেছে, এই দুটি ওষুধ ক্ষতিগ্রস্ত টিস্যুতে ফাইব্রোসিসের সূচককে উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, এবং এর কোনো বিষক্রিয়াও দেখা যায়নি।
ব্রিটিশ লিভার ট্রাস্টের সহায়তায় পরিচালিত এই গবেষণা বলছে, DR-3 ও FDR2 শুধু রোগের অগ্রগতি থামিয়েই দেয় না, বরং পূর্বে ক্ষতিগ্রস্ত লিভার টিস্যুকেও পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে। গবেষকরা জানিয়েছেন, মানুষের উপর ট্রায়াল এখনো শুরু হয়নি, তবে প্রাথমিক ফলাফলে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে।
বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ২০ লক্ষ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত। এই গবেষণা যদি সফলভাবে মানবদেহে কার্যকর হয়, তবে তা লিভারজনিত দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দেবে।
সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটি হতে পারে এক মাইলফলক।
