আজকাল ওয়েবডেস্ক: হাতে একটি আঙ্গুল বেশি থাকা বিরল হলেও খুব একটা অপরিচিত নয়। প্রখ্যাত অভিনেতা হৃতিক রোশনেরও হাতে ৬ টি করে আঙ্গুল। কিন্তু জানেন কি পৃথিবীতে এমনও রোগ রয়েছে যাতে একই হাতে ৮ থেকে ৯ টি আঙুলও দেখা যেতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। 

রোগটির প্রচলিত নাম, ‘মিরর হ্যান্ড সিন্ড্রোম’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়, ‘আলনার ডিমেলিয়া’। প্রকৃতপক্ষে এটি একটি অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি। এই বিশেষ শারীরিক অবস্থায় রোগীর হাতে কোনও বুড়ো আঙুল থাকে না। তার পরিবর্তে সাত বা আটটি আঙুল তৈরি হয়, যা দেখতে অনেকটা মাকড়সার পায়ের মতো। অনেক সময় হাতের দু’দিকে সমান আঙুল থাকে জলে সেগুলিকে পরস্পরের প্রতিবিম্বের মতোও লাগে। সেকারনেই একে মিরর হ্যান্ড সিন্ড্রোম বলে। 

কেন এই রোগ হয়, সেটা নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে সাধারণ ভাবে মনে করা হয়, এর প্রধান কারণ জিনগত অস্বাভাবিকতা। সাধারণত এই সিন্ড্রোমের ফলে শুধু আঙুলের সংখ্যাই বেশি হয় না, বাহুর গঠনেও ত্রুটি দেখা যায়। বর্তমানে এর চিকিৎসা মূলত সার্জারির উপর নির্ভরশীল। পলিসাইজেশন নামক একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আক্রান্ত হাতের একটি অতিরিক্ত আঙুলকে সরিয়ে বুড়ো আঙুলের জায়গায় আনা হয়। যায় রোগী কোনও কিছু আঁকড়ে ধরতে ও সূক্ষ্ম কাজ করতে সক্ষম হন। আর এর পাশাপাশি, অপ্রয়োজনীয় আঙুলগুলিকে কেটে বাদ দেওয়া হয়। সঠিক চিকিৎসা, সার্জারি এবং ফিজিওথেরাপির মাধ্যমে অধিকাংশ রোগীই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।