আজকাল ওয়েবডেস্ক: গা-মাথা গরম নেই, জ্বর নেই, হঠাৎ করেই ক্লান্তি ঘনিয়ে আসছে। খিদে নেই, পেটটা যেন ফুলে আছে সারাক্ষণ। ভাবছেন গ্যাস-অম্বলের সমস্যা? চিকিৎসকরা কিন্তু বলছেন, এমন উপসর্গ লিভার ক্যানসারের প্রথম দিকের লক্ষণও হতে পারে। আর ঠিক সময়ে ধরা না পড়লে এই নীরব ঘাতক ক্রমেই মারাত্মক হয়ে উঠতে পারে।

লিভার ক্যানসারের প্রাথমিক পর্যায়ে উপসর্গ এতটাই মৃদু যে অনেকেই বুঝতেই পারেন না। ফলে রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন অনেক দেরি হয়ে যায়।

১. পেটের ডান দিকে অস্বস্তি বা ব্যথা
লিভার শরীরের ডান দিকে থাকে। প্রাথমিক পর্যায়ে অনেকেই পেটের উপরের ডান দিকে হালকা ব্যথা বা চাপ অনুভব করেন। কখনও কখনও সেটা পিঠেও ছড়ায়। অনেকেই এটাকে গ্যাসের ব্যথা বলে ভুল করেন।

২. বিনা কারণে ওজন কমে যাওয়া
ডায়েট বা ব্যায়াম না করেও যদি শরীরের ওজন হঠাৎ করে কমে যায়, তা হলে সতর্ক হওয়া দরকার। লিভার ক্যানসারে শরীর উৎপাদন করতে পারে না। পেশি ক্ষয়ে যায়, খিদে কমে যায়।

৩. পেট ফুলে থাকা বা জল জমে যাওয়া (অ্যাসাইটিস)
পেট ফাঁপা অনুভব হলে অবহেলা করবেন না। লিভারে ক্যানসার হলে শরীরে প্রোটিনের ঘাটতি হয়, ফলে পেটে জল জমে যায়। দেখতে অনেকটা গ্যাসের মতো হলেও, প্রকৃতপক্ষে তা হতে পারে ক্যানসারের লক্ষণ।

৪. চোখ ও চামড়া হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)
লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে বিলিরুবিন নামক একটি রঞ্জক জমে যায়। ফলে চোখ ও চামড়া হলুদ হয়ে যায়। অনেক সময় প্রস্রাব রং গাঢ় হয়। ত্বকে চুলকানিও দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা
ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? প্রতিদিন কাজে মন বসছে না? এটি যে কোনও ক্যানসারের প্রাথমিক লক্ষণ। ক্যানসার শরীরের কোষগুলিকে দুর্বল করে দেয়। ফলে ক্লান্তিভাব শরীরে বাসা বাঁধে।