আজকাল ওয়েবডেস্ক: আমরা সবাই জানি হৃদয় আমাদের শরীরের প্রধান রক্তপাম্প। কিন্তু জানেন কি, আমাদের পায়ের কাফ মাসল বা পেছনের পেশিগুলোকে ‘দ্বিতীয় হৃদয়’ বলা হয়? এটি কোনো রূপকথা নয়, বরং শরীরবিজ্ঞানভিত্তিক এক বাস্তব সত্য।

চলাফেরা, সিঁড়ি বেয়ে ওঠা, বা সোজা হয়ে দাঁড়ানোর সময় এই কাফ মাসলগুলি সংকোচিত হয়ে এক বিশেষ প্রক্রিয়ায় রক্তকে ওপরের দিকে ঠেলে দেয়। এই রক্তচলাচলের গতি রক্ষা করে পায়ের দিক থেকে হৃৎপিণ্ডে ফিরে আসা রক্তের প্রবাহ—যা আমাদের সামগ্রিক রক্তসংবহনতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এই ‘দ্বিতীয় হৃদয়’-এর কার্যকারিতা শরীরে এনে দেয় একাধিক উপকারিতা।শিরার মাধ্যমে রক্ত চলাচলে সহায়তা করে। পায়ে রক্ত জমাট বাঁধা বা ভারি ভাব দূর করে। ফোলাভাব, ব্যথা, এমনকি ভেরিকোজ শিরা প্রতিরোধে সাহায্য করে। ডিপ ভেইন থ্রম্বোসিসের ঝুঁকি হ্রাস করে। এই প্রক্রিয়াটি সম্ভব হয় কাফ মাসল ও শিরার ভেতরের ভালভের মিলিত কর্মক্ষমতায়। ভালভগুলো রক্তকে ফিরে যেতে বাধা দেয়, ফলে রক্ত ধাপে ধাপে উপরের দিকে ওঠে।

ফলে, দীর্ঘক্ষণ বসে থাকা বা স্থির থাকা আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। বরং নিয়মিত হাঁটা, দাঁড়ানো কিংবা হালকা স্ট্রেচিং এই ‘দ্বিতীয় হৃদয়’-কে সচল রাখে এবং আমাদের সার্বিক রক্তচলাচল কার্যকর রাখে। মনে রাখবেন: প্রতিটি পদক্ষেপ শুধু আপনার পায়ের যত্ন নয়, আপনার হৃদয়ের পক্ষেও এক আশীর্বাদ।

পায়ের যত্ন নিন, হৃদয়ের সুরক্ষা নিশ্চিত করুন।
সচল থাকুন, সুস্থ থাকুন।