আজকাল ওয়েবডেস্ক: মাথার উপর গজিয়ে উঠেছে পাঁচ ইঞ্চি লম্বা এমন এক উপবৃদ্ধি যা দেখতে কিছুটা পুরুষাঙ্গের মতো। কেউ আবার বলছেন, পুরুষাঙ্গ নয়, ওটা আসলে শিং। কিন্তু দুটোর কোনওটিই নয়। ওই ব্যক্তির মাথায় যেটা হয়েছে তাঁকে বিজ্ঞানের ভাষায় বলে কর্নিয়াল কেরাটোমা।
ঘটনাটি ঘটেছে, রাশিয়ায় নাবেঝাইন চেলনি অঞ্চলে। রোগীর চিকিৎসা করেছেন ভাস্কুলার সার্জন রুজিল খুরমাত্তুলিন। তাঁর কথায় জিনিসটি আসলে এক ধরনের টিউমার। ২০২২ সালে প্রথম এই টিউমার বাড়তে শুরু করে। তাঁর কথায়, “প্রথমদিকে এটা রোগীকে খুব একটা বিচলিত করেনি। কিন্তু আকার বাড়তে শুরু করার পর থেকেই যন্ত্রণা শুরু হয়। এমনকী রোগী ঘুমাতেও পারতেন না।”
ডা. খুরমাত্তুলিনের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয় ওই রোগীর মাথায়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গত ২৫ বছরে এমন অস্ত্রোপচার তাঁরা দেখেননি। পাশাপাশি রোগীর বয়স ৩০। এত কম বয়সে এত বড় টিউমার বিরলের থেকেও বিরলতম বলে দাবি করেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত অপর এক চিকিৎসক জানিয়েছেন, মোটের উপর ভালই হয়েছে অপারেশন। শিংটি পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষাতেই জানা যাবে এটি ক্যানসার কি না। চিকিৎসক জানিয়েছেন, ত্বকে কেরাটিনোসাইট নামে একপ্রকার কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণেই এমন ঘটনা ঘটে। আপাতত রোগীকে বাড়ি পাঠানো হয়েছে বলেই খবর।
