আজকাল ওয়েবডেস্ক: নাম ককলিওমিয়া হোমিনিভরাক্স। দেখতে মাছির মতো। চলতি ভাষায় বলা হয় স্ক্রিউওয়ার্ম। বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে এই মাছি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে ফিরে এসেছে ভয়ঙ্কর এই পোকা।
কেন ভয়ঙ্কর?
বিভিন্ন প্রজাতির মাছি বিভিন্ন উপায়ে বংশবিস্তার করে। তবে মূলত দেখা যায়, স্ত্রী মাছি উপযুক্ত পরিবেশে ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে লার্ভা বার হয়। এর পর সেই লার্ভা থেকেই নতুন প্রজন্মের সৃষ্টি হয়। সাধারণ মাছি যেমন খোলা খাবারের উপর ডিম পাড়ে তেমনই এই মাছি ডিম পাড়ে খোলা ক্ষতস্থানের উপর। বিশেষ করে গবাদি পশুর দেহে যদি কোনও ঘা বা ক্ষত থাকে সেখানেই এসে বসে মাছি। এর পর সেই ডিম থেকে যে লার্ভা নির্গত হয় সেগুলি ওই আক্রান্ত পশুর মাংস খেতে শুরু করে। আক্রান্ত পশুর মাংস খেয়েই বড় হয় লার্ভা। আশঙ্কার বিষয় হল, শুধু গবাদি পশু নয়, মানুষের দেহেও একই ভাবে ডিম পাড়ে এই মাছি। চিকিৎসা না হলে মাংসখেকো লার্ভার আক্রমণে মৃত্যু পর্যন্ত হতে পারে।
গত শতাব্দীতে ৬০-এর দশকের আগে প্রতিবছর মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রতি বছর এই মাছির আক্রমণে লক্ষ লক্ষ গবাদি পশুর মৃত্যু হত। ১৯৬০ থেকে ১৯৯০ সালের মধ্যে আমেরিকা এবং মেক্সিকোর বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে এই মাছির বংশ বিস্তার রোধ করা সম্ভব হয়। কিন্তু ফের কীভাবে ফিরে এল এই ভয়ঙ্কর মাছি? তাই নিয়েই চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে।
