আজকাল ওয়েবডেস্ক: মরোক্কোর মোহাম্মদ ভি ইউনিভার্সিটির চিকিৎসকরা এমন দৃশ্য আগে দেখেননি জীবনে! একজন রোগীর দুই পায়ের মাঝে হাঁটু পর্যন্ত ঝুলছে তাঁরই অণ্ডথলি তথা স্ক্রোটাম। এমনই বিশাল তার আকার যে রোগীর পুরুষাঙ্গ পর্যন্ত দেখতে পারছেন না চিকিৎসকরা। অদ্ভুত শোনালেও এমনিই ঘটনা ঘটেছে বাস্তবে।
ঘটনার কথা প্রকাশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের পত্রিকা ‘ইউরোলজি কেস রিপোর্টস’-এ। সেখানেই লেখা হয়েছে রোগীর বয়স প্রায় ৬০। তাঁর স্ক্রোটাম এতই ফুলে গিয়েছিল যে তিনি প্রস্রাব করতে পারছিলেন না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগটিকে বলা হয় ‘স্ক্রোটাল এলিফ্যান্টিয়াসিস’। বাংলায় যাকে গোদ বলা হয় এই রোগ তারই একটি রূপ। দীর্ঘদিন চিকিৎসা না করানোর ফলে এমন বিশাল আকার ধারণ করে বলে জানান চিকিৎসকরা। একে স্ক্রোটাল লিম্ফেডিমাও বলে। অর্থাৎ রোগীর স্ক্রোটাম বা অণ্ডথলির নরম টিস্যুর মধ্যে প্রচুর পরিমাণ তরল জমা হওয়ার কারণেই এমনটা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী মানবদেহের লিম্ফ্যাটিকতন্ত্র দেহে জলীয় পদার্থ পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই রোগে এই তন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না এবং বর্জ্য পদার্থ শরীরের মধ্যেই জমা হতে থাকে এবং শরীরের কোনও একটি অংশ ফুলে ওঠে। সাধারণত স্ক্রোটাম এবং পায়ে এই অবস্থা বেশি দেখা যায়। গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে রোগীর অবস্থা এতই খারাপ ছিল যে তাঁর অণ্ডকোষ দু'টিও অন্যত্র সরে যায়। দীর্ঘ অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হয় রোগীর। তবে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও ওয়েসলি ওয়ারেন নামক এক ব্যক্তির খোঁজ মিলেছিল, যিনি কিছুটা একই রকমের সমস্যায় ভুগছিলেন।
