আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৭ সেকেন্ডে হবে হৃদরোগ নির্ণয়! মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরের এমনই এক যুগান্তকারী অ্যাপ নজর কেড়েছে মার্কিন বিজ্ঞানী মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভূত কিশোরের বয়স মাত্র ১৪ বছর।

সিদ্ধার্থ নন্দিয়ালা নামের এই ছাত্র 'সার্কাডিয়ান এআই' নামে একটি অ্যাপ তৈরি করেছে, যা মাত্র সাত সেকেন্ডের মধ্যে হৃদযন্ত্রের শব্দ শুনে হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম। এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে হৃদযন্ত্রের শব্দ বিশ্লেষণ করে। আমেরিকা ও ভারতে প্রায় ১৮,৫০০ রোগীর উপর পরীক্ষা করা হয়েছে অ্যাপটি। 

৯৬ শতাংশেরও বেশি নির্ভুলতার সঙ্গে হৃদরোগ শনাক্ত করতে সফল হয়েছে এই অ্যাপ। তবে প্রাথমিক ভাবে কার্যকারিতা প্রমাণ হলেও, এই অ্যাপ বর্তমানে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাই ব্যবহার করতে পারবেন বলে খবর। এই অভাবনীয় উদ্ভাবনের নেপথ্যে থাকা সিদ্ধার্থ বয়সে সবে ১৪ হলেও কাজে কিন্তু ছাপিয়ে গিয়েছে বড়দেরও। ইতিমধ্যেই সে শুরু করে দিয়েছে নিজস্ব স্টার্টআপ। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতে জাতীয় স্তরে স্বীকৃতিও পেয়েছে। বর্তমানে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সিদ্ধার্থ।

তবে এখানেই থামতে চায় না সে। সিদ্ধার্থের পরবর্তী লক্ষ্য হল এই একই প্রযুক্তি ব্যবহার করে ফুসফুসের রোগ নির্ণয়ের এমন এক পদ্ধতি তৈরি করা, যা চিকিৎসা জগতে নতুন বিপ্লব আনতে পারে।