ক্রিকেটারদের সঙ্গে বলিউডের নায়িকাদের প্রেমের ঘটনার কথা প্রায়ই ঘটেছে। শুধু অতীতে নয়, বর্তমান ক্রিকেটেও এমন একাধিক উদাহরণ রয়েছে।
2
9
তবে এক বাঙালি অভিনেত্রীর প্রেমের কাহিনি শুনলে চমকে উঠতে হবে। জানা যায়, ভারতের কেউ নন, এক পাক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
3
9
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জন্য তখন সবাই পাগল। জানা যায়, সুস্মিতা একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু একটা সম্পর্ক নিয়ে হইচই পড়ে গিয়েছিল।
4
9
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল সুস্মিতা সেনের। পরবর্তীকালে মিস ইউনিভার্স হয়ে বিশ্বের নজরে এসেছিলেন এই বাঙালি সুন্দরী। পা পড়েছিল বলিউডেও।
5
9
জানা যায়, তিনি নাকি মন দিয়েছিলেন পাকিস্তানের তারকা বোলার ওয়াসিম আক্রমকে। কিন্তু জানা যায়, তাদের সম্পর্ক টেকেনি বেশিদিন। তবে জল্পনা হয়েছিল প্রচুর।
6
9
ললিত মোদির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা এমনটাও খবর শোনা গিয়েছে। পাশাপাশি, সামনে এসেছে তাদের বিচ্ছেদের খবরও।
7
9
অন্যদিকে, ১৯৯৫ সালে ওয়াসিম আক্রমের প্রথম বিয়ে হয় হুমা মুফতির সঙ্গে। লাহোরে বিয়ে করেন তাঁরা।
8
9
ওয়াসিম একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, হুমার সঙ্গে তিনি ভাল আছেন। তাঁদের দুই সন্তানও হয়। কিন্তু তারপর হঠাৎই ভেঙে যায় তাদের সম্পর্ক।
9
9
২০০৯ সালে হুমা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তাঁর বিমান চেন্নাইতে জ্বালানি ভরার জন্য দাঁড়িয়েছিল। সেখানে হৃদরোগে আক্রান্ত হলে আর তাঁকে বাঁচানো যায়নি।