মার্চের মাঝামাঝি থেকেই অস্বস্তিকর অবস্থা। গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে এল সুখবর। বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে ঝড়বৃষ্টি। আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2
7
হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। আর তাই ২০ থেকে ২২ মার্চ অর্থাৎ শনিবার অবধি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
7
২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে। সব জেলাতেই ৪০–৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২২ মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
7
কলকাতা–সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৩ মার্চ রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ২৪ মার্চ সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই ঝড়বৃষ্টির কারণে চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমবে।
6
7
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র থেকে সোমবার অবধি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
7
কলকাতাতেও বৃহস্পতি থেকে শনি অবধি মেঘলা আকাশের পাশাপাশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।