চৈত্রের দ্বিতীয় দিন। ক্যালেন্ডারের হিসেবে ভরা বসন্ত। তবে ইতিমধ্যেই যে গরমের আভাস তাতে ‘গ্রীষ্মে ঠিক কী অবস্থা হবে?’ প্রশ্ন ঘুরতে শুরু করেছে ইতিমধ্যে।
2
6
হাওয়া অফিসের সতর্কতা, রবিবার থেকেই আগামী সপ্তাহের কয়েকদিন পর্যন্ত তাপপ্রবাহ জেলায় জেলায়। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০-এর গণ্ডিও। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা।
3
6
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, হলুদ সতর্কতা। অর্থাৎ এখনই তাপে পুড়বে বাংলা।
4
6
একই সঙ্গে সতর্কতা, আগামী সপ্তাহে ভিজবেও বাংলা। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি সম্ভাবনা। অর্থাৎ তাপপ্রবাহের মাঝেই মিলতে পারে কিছুটা স্বস্তি। যদিও তাপমাত্রা তাতে কমার সম্ভাবনা নেই।
5
6
রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, দুই জেলায় বৃষ্টির সতর্কতা।
6
6
১৬ মার্চ খাস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তাপমাত্রা শহরে আরও কিছুটা বাড়বে বলেও জানা গিয়েছে।