গুরু-শুক্রের সমসপ্তক যোগ! হাট করে খুলবে ভাগ্যের দরজা, কোন ৫ রাশি রাতারাতি ধনকুবের
নিজস্ব সংবাদদাতা
১৩ ডিসেম্বর ২০২৫ ১৮ : ২৭
শেয়ার করুন
1
6
সুখ-স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র আগামী ২০ ডিসেম্বর ধনু রাশিতে গোচর করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, এই সময়ে বৃহস্পতি অতিচারী অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে। এই দুই গ্রহ একে অপরের থেকে সপ্তম স্থানে থাকার ফলে গঠিত হবে বিশেষ সমসপ্তক যোগ। জ্যোতিষ মতে, এই সমসপ্তক যোগ মেষ রাশি-সহ মোট পাঁচটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে এবং অনেকের জীবনে এটি আশীর্বাদস্বরূপ প্রমাণিত হতে পারে।
2
6
সমসপ্তক যোগের বিশেষ সুফল মিলবে মঙ্গল গ্রহের রাশি মেষের জাতকদের। এই সময়ে জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলবে এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস ও কর্মশক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে। পরিবারসংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি মিলতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়াদের জন্য সাফল্যের যোগ প্রবল। জমি বা বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। ২০২৬ সালের শুরু মেষ রাশির জাতকদের জন্য উন্নতি এবং অগ্রগতিতে ভরপুর থাকবে।
3
6
সূর্যের রাশি সিংহের জন্য গুরু-শুক্রের এই সমসপ্তক যোগ অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। বুদ্ধিবৃত্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে। সন্তানের সঙ্গে সম্পর্কিত সুখবর আসতে পারে। ব্যবসায় প্রসার ও লাভের সুযোগ তৈরি হবে। অর্থপ্রাপ্তির নতুন পথ খুলবে। জীবনসঙ্গীর সঙ্গে মিলিতভাবে সম্পত্তি কেনার সম্ভাবনা জোরাল। ২০২৬ সাল সিংহ রাশির জাতকদের জন্য সাফল্যে ভরা থাকবে।
4
6
শুক্রগ্রহের রাশি তুলার জাতকরা এই সময়ে দারুণ সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ব্যবসায় দ্রুত অগ্রগতি এবং আর্থিক স্থিতি আসবে। দাম্পত্য জীবনে সমঝোতা বাড়বে এবং ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে। ব্যক্তিগত ও পেশাগত চাপ কমতে শুরু করবে। এই সময় সুখ, সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসবে।
5
6
মঙ্গলগ্রহের রাশি বৃশ্চিকের উপর সমসপ্তক রাজযোগের প্রভাব অত্যন্ত অনুকূল হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে ভ্রমণ এবং কৌশলগত কাজে সাফল্য মিলবে। ভাইবোন ও সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। গুরু-শুক্রের এই যোগ ২০২৬ সালে বড়সড় সাফল্য এনে দেবে।
6
6
গুরু-শুক্রের সমসপ্তক যোগের শুভ প্রভাব মীন রাশির জাতকরাও অনুভব করবেন। এই সময় ধর্মীয় কাজে সক্রিয় অংশগ্রহণ বাড়বে। আইনি মামলায় বড় স্বস্তি পাওয়া যেতে পারে। নতুন চাকরির খোঁজে থাকা ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল। লেখালেখি, শিক্ষা, ব্যবসা ও মার্কেটিংয়ের সঙ্গে যুক্তদের জন্য এটি সোনালি সুযোগ নিয়ে আসবে। আয় বাড়ানোর ও নতুন আয়ের উৎস তৈরির অনুপ্রেরণা মিলবে। মীন রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য, সাফল্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবে।