২০২৫ প্রায় শেষের পথে। আর মাত্র কয়েকটি দিন বাকি। করোনা মহামারীর সময় থেকেই ওটিটি মাধ্যমের রমরমা বেড়েছে। সিনেমা, থেকে সিরিজ সব এখন হাতের মুঠোয়। বাংলার একাধিক জনপ্রিয় ওটিটি মাধ্যমের অন্যতম হল জি ফাইভ। সম্প্রতি এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে এই বছর কোন সিনেমা বা সিরিজ সবথেকে ভাল পারফর্ম করেছে সেটার তালিকা প্রকাশ করেছে। ছবি-সংগৃহীত
2
7
চমকে দিয়ে সেই তালিকার সেরা ৮ এর মধ্যে একাধিক জায়গা দখল করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের সিনেমা। তালিকায় আছে কোন ছবিগুলো? ছবি-সংগৃহীত
3
7
প্রথম নম্বরেই আছে 'বহুরূপী'। ২০২৪ সালে পুজোর সময় মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করেছিল। ওটিটিতে দর্শকরা বহুবার দেখেছেন এই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, প্রমুখ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এই ছবিটির পরিচালনা করেছিলেন। ছবি-সংগৃহীত
4
7
তিন নম্বরে রয়েছে 'আমার বস'। ২০২৫ সালের গোড়ার দিকে মুক্তি পেয়েছে ছবিটি। মা, ছেলে এবং কর্পোরেট জীবনের এক সুন্দর গল্প ফুটে উঠেছিল ছবিতে। মুখ্য ভূমিকায় আছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রমুখ। ছবি-সংগৃহীত
5
7
৭ নম্বরে রয়েছে 'দাবাড়ু'। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে উঠে এসেছে এসেছে সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, প্রমুখকে। ছবি- সংগৃহীত
6
7
জি ফাইভে সেরা আটের বাকি তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের 'মৃগয়া'। চার নম্বরে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বসু অভিনীত 'ম্যাডাম সেনগুপ্ত'। ছবি-সংগৃহীত
7
7
ইশা সাহার 'মাফিয়া' পাঁচ নম্বরে রয়েছে এই তালিকার। সোহম মজুমদার এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের সিরিজ 'বিভীষণ' রয়েছে ছয় নম্বরে। আটে রয়েছে বাংলার কুখ্যাত মাফিয়াদের নিয়ে তৈরি হওয়া সিরিজ 'গণশত্রু'। ছবি-সংগৃহীত