মা-বাবার মাঝে বসা দুই ঝুঁটির এই ছোট্ট মেয়েকে চিনতে পারছেন? নীল হাইনেক, গম্ভীর মুখ। এক ঝলকে চেনা দায়! এই মেয়েই এক সময় হয়ে ওঠে বলিউডের অন্যতম সফল নায়িকা। অক্ষয় কুমার থেকে সলমন খান, পর্দায় জুটি বেঁধেছেন তাবড় সব নায়কদের সঙ্গে।
2
7
ছবির ওই বাচ্চা মেয়েটি রিমি সেন। কেরিয়ারের শুরুতে যিনি ছিলেন অপ্রতিরোধ্য। প্রিয়দর্শনের কমেডি ছবি ‘হাঙ্গামা’ র মাধ্যমে বড় পর্দায় পা রেখেই তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এবং দ্রুতই নিজের নাম তুলেছিলেন উদীয়মান তারকাদের তালিকায়।
3
7
তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর দুর্দান্ত কমিক টাইমিং তাঁকে পৌঁছে দেয় একের পর এক বড় বাজেটের ছবিতে। সেই তালিকায় রয়েছে ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’ এবং ‘কিউঁ কি’। অল্প কয়েক বছরের মধ্যেই রিমি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত মুখ।
4
7
রিমির আসল নাম শুভমিত্রা সেন। ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায় তাঁর জন্ম। মডেলিং এবং বিজ্ঞাপনের হাত ধরে যাত্রা শুরু। তারপরই বলিউড ডাক দেয়। একের পর এক হিট ছবি দেন বঙ্গতনয়া। দেখে মনে হয়েছিল, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।
5
7
কিন্তু গ্ল্যামারের আড়ালে রিমির মনে জমে উঠছিল অসন্তোষ। সাফল্য আসলেও বারবার একই ধরনের চরিত্রে আটকা পড়ে যাচ্ছিলেন তিনি—যেখানে মূলত ‘সুন্দরী নায়িকা’র ইমেজ ছাড়া আর কিছুই থাকত না। অর্থবহ কাজের অভাব তাঁকে বিরক্ত করছিল। ঠিক সেই সময়ই সাহসী সিদ্ধান্ত নিলেন রিমি। কেরিয়ার শিখরে থাকতেই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
6
7
বছর কয়েক পর এক সাক্ষাৎকারে খোলাখুলি রিমি স্বীকার করেছিলেন, তাঁর পতনের জন্য দায়ী তিনি নিজেই। তাঁর কথায়, “আমি নিজের কেরিয়ার নিজের হাতে নষ্ট করেছি।”
7
7
নায়িকা জানান, অনেক লাভজনক প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন শুধু এই কারণে যে তাঁর প্রত্যাশার সঙ্গে তা মেলেনি। বলিউডের দাবি-দাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে চাননি। চুম্বন দৃশ্যের মতো শর্ত তিনি মানতে নারাজ ছিলেন। আপসের বদলে তিনি সরে দাঁড়ানোকেই বেছে নিয়েছিলেন।