অসংখ্য জনপ্রিয় তারকা দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায়। এই তালিকায় রয়েছেন সঙ্গীত জগতের কিংবদন্তি থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, রাজনৈতিক ময়দানের মহাতারকারাও।
2
8
দ্য বাডি হোলি, রিচি ভালেন্স, ও দ্য বিগ বপার: ১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি। রক অ্যান্ড রোল ইতিহাসের এক কালো দিন। বিখ্যাত সঙ্গীতশিল্পী বাডি হোলি, রিচি ভালেন্স, ও দ্য বিগ বপার একটি ব্যক্তিগত ছোট বিমানে যাত্রা করছিলেন, যেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণ হারান পাইলট রজার পিটারসন-সহ সকল যাত্রী।
3
8
জন ডেনভার: ১৯৯৭ সালের ১২ জুলাই নিজেরই চালানো একটি ছোট বিমানে দুর্ঘটনার শিকার হন জনপ্রিয় গায়ক ও গীতিকার জন ডেনভার।
4
8
স্টিভি রে ভন: বিশ্বখ্যাত গিটারিস্ট স্টিভি রে ভন ১৯৯০ সালের ২৭ অগস্ট উইসকনসিনে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান।
5
8
কোবি ব্রায়ান্ট: ২০২০ সালের ২৬ জানুয়ারি। পৃথিবী হারায় এক বাস্কেটবল কিংবদন্তিকে। নিজের কন্যা জিয়ানা-সহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কোবি ব্রায়ান্ট। সেদিনের আকাশ যেন চিরকাল শোকাচ্ছন্ন হয়ে পড়ে।
6
8
আলিয়া: মাত্র ২২ বছর বয়সে, ক্যারিয়ারের উজান বেলায়, দুর্ঘটনায় মৃত্যু হয় গায়িকা আলিয়া-র। ২০০১ সালের ২৫ অগস্ট, বাহামায় ‘রক দ্য বোট’ মিউজিক ভিডিওর শ্যুটিং শেষে ফেরার পথে, তাঁর সেসনা ৪০২বি বিমানটি টেক অফ-এর পরপরই ভেঙে পড়ে। আলিয়া ও আরও পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
7
8
হ্যান্সি ক্রোনিয়ে: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক হানসি ক্রোনিয়ে ২০০২ সালের ১ জুন, দক্ষিণ আফ্রিকার আউটেনিকোয়া পর্বতমালা এলাকায় বিমান দুর্ঘটনায় মারা যান। তাঁর বয়স ছিল মাত্র ৩২। সেই দুর্ঘটনায় মারা যান পাইলটরাও।
8
8
জন এফ কেনেডি জুনিয়র: মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি-র পুত্র জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালের ১৬ জুলাই নিজের চালানো ছোট বিমানে বিধ্বস্ত হয়ে মারা যান। সঙ্গে ছিলেন স্ত্রী ক্যারোলিন বেসেট কেনেডি ও তার বোন লরেন বেসেট।