ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদি। ট্রাম্প দাবি করেন, কথা হয়েছে দু'জনের। জানান, 'মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার থেকে আর তেল কেনা হবে না।' একইসঙ্গে তিনি বলেন, 'আমি ওঁর (মোদির) রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না।'
2
8
স্বাভাবিকভাবেই ট্রাম্পের এমন মন্তব্যে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি সত্যিই ট্রাম্পের সঙ্গে এই ধরণের আলোচনা করেছেন মোদি? অনেকেই এই প্রশ্নও তোলেন, তাহলে কি ট্রাম্পের ক্ষমতা রয়েছে মোদিকে নিয়ন্ত্রণ করার, এবং তাই করছেন তিনি?
3
8
ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে। সেই সময়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ছিল, ভারত রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিক মদত দিচ্ছে।
4
8
অর্থাৎ একদিকে শুল্ক চাপ, অন্যদিকে যে কারণে শুল্ক চাপিয়েছে মার্কিন মুলুক, তা নিয়েই বোঝাপড়া।
5
8
তবে তীব্র বিতর্ক শুরু হতেই, জবাব দিল ভারতের বিদেশ মন্ত্রক। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
6
8
সূত্রের খবর, বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক (MEA) বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনও ফোনালাপ হয়েছে কি না, তা নিয়ে জবাব দিয়েছে।
7
8
MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিনি গতকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে কোনও কথোপকথনের বিষয়ে অবগত নন।
8
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবারেই জয়সওয়াল একটি পৃথক বিবৃতিতে বলেন, ভারতের তেল আমদানি নীতিগুলি জাতীয় স্বার্থ এবং ভারতীয় ভোক্তাদের চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয়।